একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা কয়েক হাজার যাত্রী

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৬
অ- অ+

দিনাজপুরের পার্বতীপুরে একই লাইনে দুটি ট্রেন ঢুকে পড়েছিল। তবে চালক দ্রুত ট্রেন নিয়ন্ত্রণ করতে পারায় অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েক হাজার ট্রেনযাত্রী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে দিনাজপুরের পার্বতীপুর জংশন স্টেশনের ৪ নম্বর প্লাটফরমে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোজাম্মেল হোসেন জানান, পূর্ব থেকে স্টেশনের ৬ নম্বর লাইনে শানটিং করছিল রামসাগর ট্রেন। সুইচ কেবিনের নির্দেশে সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে প্রবেশ করে। তবে চালক আব্দুস সামাদ দুর্ঘটনা এড়াতে দক্ষতার সঙ্গে ট্রেনটি প্লাটফরমে প্রবেশের পর নিয়ন্ত্রণে আনে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় কয়েক হাজার যাত্রী।

ট্রেনের পরিচালক বজলুল করিম বলেন, সুইচ কেবিনের নির্দেশে আমার ট্রেনটি ওই লাইনে প্রবেশ করে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভুল সিগন্যালের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সিগন্যাল মাস্টার নুর কুতুব এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাম্পের চাপে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের খনিজসম্পদ চুক্তি স্বাক্ষর
মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা