অপারেশন ডেভিল হান্ট: খিলগাঁওয়ে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে খিলগাঁও থানার ২ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা (ডোনার) ও কমিশনার আনিসের সহযোগী মোমতাজ আলীসহ তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে খিলগাঁও থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অপর দুজন হলেন- খিলগাঁও থানার ১ নাম্বার ওয়ার্ডের বউ বাজার ইউনিট আওয়ামীলীগের সহসভাপতি মো আক্তার হোসেন ও খিলগাঁও থানার ৭৫ ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য আলাউদ্দিন (৬০)।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এদিন রাতে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকা থেকে খিলগাঁও থানার ২ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা (ডোনার) ও আনিস কমিশনারের সহযোগী মোমতাজ আলীকে গ্রেপ্তার করা হয়। একই রাতে খিলগাঁওয়ের সি-ব্লক থেকে খিলগাঁও থানার ১ নাম্বার ওয়ার্ডের বউ বাজার ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি মো. আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নাগদারপাড় ব্রিজের পাড় থেকে খিলগাঁও থানার ৭৫ ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, ‘গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এলএম/এজে)

মন্তব্য করুন