আইজিপি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডিএমপি

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ বা আইজিপি কাপ (২০২৩-২৪ চূড়ান্ত প্রতিযোগিতা) টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সিলেট রেঞ্জ দলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তারা।
বৃহস্পতিবার বিকালে পুলিশ ফুটবল ক্লাবের আয়োজনে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয়।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি বাহারুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে ডিএমপি কমিশনার ও পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি শেখ মো. সাজ্জাত আলী, পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ও রেলওয়ে পুলিশ সদরদপ্তরের ডিআইজি (এইচআরএম অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. রেজাউল হায়দার, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন পুলিশপ্রধান বাহারুল আলম।
টূর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ডিএমপির খেলোয়াড় ঈসা ফয়সাল। সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেছেন ময়মনসিংহ রেঞ্জের মো. আকাশ। তিনি সাতটি গোল করেন।
জানা গেছে, বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ প্রতিযোগিতায় পুলিশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটের ১৭টি দল চারটি ভেন্যুতে অংশগ্রহণ করে।
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এসএস/এজে)

মন্তব্য করুন