আহ্বায়ক কমিটি পেল হালুয়াঘাট-ধোবাউড়া উপজেলা ও হালুয়াঘাট পৌর বিএনপি

হালুয়াঘাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪২
অ- অ+

দীর্ঘ তিন বছর পর ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে ২০১৪ সালে হালুয়াঘাট পৌরসভা গঠিত হওয়ার পর এই প্রথম আহ্বায়ক কমিটি পেয়েছে হালুয়াঘাট পৌর বিএনটি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কমিটিগুলো প্রকাশ করেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। কমিটি ঘোষণার পর তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

হালুয়াঘাটে ১১৯, ধোবাউড়ায় ১০১ এবং হালুয়াঘাট পৌরসভায় ৯৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়।

এর আগে ২০২২ সালে নভেম্বর ধোবাউড়ায়, নভেম্বর হালুয়াঘাট উপজেলা পৌরসভায় কর্মী সভা করে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিএনপি। হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মো. আসলাম মিয়া বাবুল আহ্বায়ক আবুল হাসনাত বদরুল কবিরকে সদস্যসচিব করা হয়েছে।

সেই সাথে মো. আরফান আলী, সালমান ওমর রুবেল,অধ্যাপক আমজাদ আলী, মো. আলী আশরাফ, বীর মুক্তিযোদ্ধা মো. কাজীম উদ্দিন, মো. আবদুল হাই , কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, শফিকুর রহমান চেয়ারম্যান, সাবজাল হোসেন খান চেয়ারম্যান,মোনায়েম হোসেন খান ,খোকন তালুকদার,কবি মোজাম্মেল হক খান, আজিজুল আহসান, সাজ্জাদ হোসেন খান হিরাকে যুগ্ম আহ্বায়ক এবং সদস্য করা হয়েছে ১০১ জনকে।

হালুয়াঘাট পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে হানিফ মোহাম্মদ শাকের উল্লাহকে আহ্বায়ক এবং মো. আবদুল আজিজ খানকে সদস্য সচিব করা হয়েছে।এছাড়াও মো. আলমগীর কবির বিপ্লব, মো. সুলতান মহিউদ্দিন,মো. হাবিবুর রহমান,মো. হুমায়ুন কবির, ইসাক আলী মাস্টার, ডা. ইমাম উদ্দিন আহমেদ ইমাম, মনিরুজ্জামান স্বাধীন, শামছুল আলম সামস, মো. সিদ্দিক হোসেন মুল্লা,হামিদুর রহমান, তাজিকুল ইসলাম, আনোয়ার হোসেন মেম্বার, ডা. আবুল কাশেম মেম্বার, মোকলেছুর রহমান, দেলোয়ার হোসেন বিপ্লব, মোল্লা মো. আলী সাবরী মনি, মো. মশিউর রহমান, নূরে আক্তার হোসেন কে যুগ্ম আহ্বায়ক এবং সদস্য করা হয়েছে ৭৪ জনকে।

অপর দিকে ধোবাউড়া উপজেলায় নতুন আহ্বায়ক কমিটিতে অধ্যাপক জিএম আজাহারুল ইসলাম কাজল কে আহ্বায়ক আনিসুর রহমান মানিক কে সদস্য সচিব করা হয়েছে।

এতে মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, হাবিবুর রহমান হাবিব, মো. মাহাবুবল আলম বাবুল, আঃ ওয়াহেদ তালুকদার, মো. কসিম বিশ্বাস, আব্দুল কদ্দুস, আবুল হাসিম, নজরুল ইসলাম দুলাল, মো. গাজীউর রহমান, হুমায়ুন কবির সরকার, জাকিরুল ইসলাম টুটুন, সোলায়মান সরকার, আঃ মমিন শাহীন,আবদুল শহীদ মিয়া, মঞ্জুরুল হক মঞ্জু, মেজবা উদ্দিন সরকার মামুন কে যুগ্ম আহ্বায়ক এবং সদস্য করা হয়েছে ৮২ জনকে।

জানতে চাইলে হালুয়াঘাট উপজেলা নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আসলাম মিয়া বাবুল বলেন, ‘আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। সবার কাছে আমি দোয়া চাই।’

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, আড়াই বছর আগে কমিটি গঠন উপলক্ষে উত্তর জেলার উপজেলাগুলোয় কর্মিসভা করলেও আন্দোলনের কারণে কমিটি দেওয়া সম্ভব হয়নি। দলের ঐক্য, নির্বাচনমুখী রাজনীতি দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে কমিটি গঠন জরুরি হয়ে পড়ে। এ জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তারা সাংগঠনিক প্রক্রিয়া শুরু করেছেন। দ্রুত উত্তর জেলার অন্যান্য ইউনিটের কমিটি ঘোষণা করা হবে।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওমরাহর বিমানের টিকেট সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা
রাজধানীতে যৌথ বাহিনীর সতর্ক অবস্থান
পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৩ সদস্যের দাফন সম্পন্ন
সোহানের লড়াকু সেঞ্চুরির পরও হতাশার হার ধানমণ্ডির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা