চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিনদিন পর শ্রী পলাশ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের নয়ানগর গ্রামের একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শ্রী পলাশ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের শ্রী লাকফর হালদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচউদ্দিন।
তিনি জানান, প্রতিদিনের মতো গত ১৩ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন পলাশ। এরপর চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে নাচোল উপজেলায় যান। সেখান থেকে ফেরার পথে নিখোঁজ হন তিনি। এরপর বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে ১৩ ফেব্রুয়ারি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। এরপর শনিবার স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে অটোরিকশাটির জন্যই গলায় মাফলার পেঁচিয়ে পলাশকে হত্যা করে মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। অটোরিকশা উদ্ধার ও হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকা টাইমস/১৫ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন