শ্রীপুরে গৃহবধূর আত্মহত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৫| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৭
অ- অ+

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে আমেনা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ গলা ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বহর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত আমেনা খাতুন উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বহর গ্রামের অটোরিকশাচালক মো. শফিকুল ইসলামের স্ত্রী।

গৃহবধূর স্বজনেরা জানান, শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আমেনা। ভোরে তার স্বামী অটোরিকশা নিয়ে বের হন। এরপর বাইরে যাওয়ার কথা বলে পুত্রবধূর কাছে নিজের গহনা ও কিছু টাকা জমা রাখেন। এর কিছুক্ষণ পর স্বজনেরা ঘরের ভেতর গিয়ে আমেনার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

স্বজনরা আরও জানান, বেশ কিছু দিন ধরে তাদের পারিবারিক কলহ চলছিল। এ জন্যই আত্মহত্যা করছেন বলে ধারণা তাদের।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনেরা জানিয়েছেন, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/১৬ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রিমিয়ার ব্যাংক কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত 
গোপালভোগ-গোলাপখাসে শুরু সাতক্ষীরার আম মৌসুম
পারমাণবিক শক্তিধর ভারত-পাকিস্তানের মধ্যে কে এগিয়ে?
রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা