চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৯| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৬
অ- অ+

চট্টগ্রাম নগরের জিপিওর সামনে থেকে ঘাতক দালাল নির্মূল কমিটির (ঘাদানিক) এক নারী নেত্রীকে ধরে পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল নারী।

কানিজ ফাতেমা লিমা নামে ওই নারী নেত্রী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা শাখার সহ-মহিলা বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

রবিবার বিকাল চারটার দিকে তাকে আটক করে থানায় নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, আপাতত তিনি থানা হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘কানিজ ফাতেমা লিমা নামে একজনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেত্রী থানায় এনেছেন। তিনি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা কামিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক বলে জানতে পেরেছি।’

ওসি আরও বলেন, ‘কানিজ ফাতেমা লিমা বর্তমানে আমাদের থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে থানায় মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।’

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা