ট্রাইব্যুনালে জেড আই খান পান্না, কাদের পক্ষে লড়বেন প্রবীণ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪০| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৪
অ- অ+

ট্রাইব্যুনালে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর পক্ষে আইনি লড়াই করবেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না।

এর আগে ‘সুযোগ হলে শেখ হাসিনার পক্ষে’ দাঁড়াবেন বলে জানিয়েছিলেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন পান্না।

জেড আই খান পান্না মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন। এ সময় তিনি ট্রাইব্যুনালের এজলাস কক্ষে যান। এছাড়া প্রসিকিউশনের সদস্য মো. মিজানুর রহমানের সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে, গত ২১ নভেম্বর ‘সুযোগ পেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চান’ বলে জানিয়েছিলেন সিনিয়র এই আইনজীবী।

ওই সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন, “সুযোগ হলে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াব।”

তখন গণহারে মামলার সংখ্যা অতীতের যেকোনো সময়ের চেয়ে তুলনামূলকভাবে বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জেড আই খান পান্না বলেন, “আমি সবসময় নিপীড়িতের পক্ষে আছি। সে যেই হোক না কেন। যদি সুযোগ হয় আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করবো, সেটা ট্রাইব্যুনাল হোক আর অন্য যেকোনো জায়গায় হোক।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেকে এনে কাজ করানো হলেও পারিশ্রমিক দেওয়া হয়নি
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৯
উত্তরায় ৮ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ
কুমিল্লায় হাতের বৃদ্ধাঙ্গুলে প্রতিস্থাপন পায়ের আঙুল, দেশের চিকিৎসায় নতুন সাফল্য
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা