৮৫ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে বই পৌঁছে গেছে: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় বলেছেন, ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা সকল বই পাবে। এরই মধ্যে প্রাথমিকের ৮৫ শতাংশ বই বিদ্যালয়ে পৌঁছে গেছে।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
আন্দোলনরত শিক্ষকদের বিষয়টি আদালতে বিচারাধীন জানিয়ে উপদেষ্টা বলেন, আদালত থেকে একটি রায় হয়েছে, যেটিতে উনারা ক্ষুব্ধ। আমরা আপিল করেছি। যেহেতু এটি এখন আদালতে বিচারাধীন তাই প্রশাসনিকভাবে আলাদা কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, সব ধরনের আইনি প্রক্রিয়া মেনে সরকারি শিক্ষক নিয়োগের ফল ঘোষণা করা হয়েছে। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল।
তিনি বলেন, আমরা ডিসিদের বক্তব্য শুনেছি এবং আমরা কি করছি, কি করতে যাচ্ছি সে বিষয়ে তাদের অবহিত করেছি। জেলা পর্যায়ের কমিটিতে ডিসিরা রয়েছেন। তারা যেন কমিটির বিভিন্ন বিষয় সিরিয়াসলি দেখেন সে বিষয়ে বলা হয়েছে। নির্মাণকাজ যেন ঠিকমতো হয় সে বিষয়ে বলেছি।
অনেক কিন্ডারগার্টেন রয়েছে, নীতিমালা অনুযায়ী সেগুলো নিবন্ধিত হওয়া দরকার, অনেকগুলো নিবন্ধিত নয়। সেগুলো নিবন্ধনের ওপর আমরা জোর দিয়েছি।
(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এমআর)

মন্তব্য করুন