ডিসিদের আইন ও নীতিমালা মেনে জনসেবার তাগিদ আইন উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৬| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২০
অ- অ+
ফাইল ছবি।

জেলা প্রশাসক সম্মেলনে তার জন্য একটি নতুন অভিজ্ঞতা এবং সেটি জরুরি ছিল বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, আইনে জনগণের সব ধরনের সেবা দেওয়ার ক্ষমতা ডিসিদের আছে। কিন্তু সেই রাজনৈতিক দিক-নির্দেশনা থাকে না।

রাষ্ট্রের সবচেয়ে বড় এই রিসোর্সকে বিগত সরকার জনগণের প্রতিপক্ষ বানিয়ে নিজেদের অপকর্ম জায়েজ করার কাজে লাগিয়েছে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। আইন ও নীতিমালা জনগণের সেবা করার জন্য ডিসিদের তাগিদ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় শেষ দিনের পঞ্চম অধিবেশন শেষে সাংবাদিকদের কথা বলেন উপদেষ্টা।

আইন বিচার বিভাগ, সংসদবিষয়ক বিভাগ এবং প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে অধিবেশন হয়।

আইন উপদেষ্টা বলেন, ‘আইনে যা আছে, নীতিমালায় যা আছে, সেটা মেনে চললে জনগণের সেবা আর কল্যাণ দেওয়া ছাড়া জেলা প্রশাসকদের আর কোনো কাজ নেই। সুতরাং শুধু একটা কথা- আপনি (ডিসি) আইন অনুযায়ী চলেন, আপনি আপনার বিবেক মতো চলেন।’

ডিসি সম্মেলন তার জন্য একটা নতুন অভিজ্ঞতা বলে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘আমার মনে হয় এটা খুব জরুরি ছিল। ওনারা মাঠ পর্যায়ে প্রশাসন দেখেন, বাস্তবায়নে কী কী সমস্যা আছে, ওনাদের চেয়ে ভালো কেউ জানেন না।

প্রশাসনের সবচেয়ে মেধাবী কর্মকর্তারা ডিসি হন জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘কিন্তু রাষ্ট্রের এত বড় একটি রিসোর্সকে গত ফ্যাসিস্ট সরকার জনগণকে অত্যাচার-নিপীড়ন আর নিজেদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করেছে। তাদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, জনগণের সেবার জন্য, আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য-শিক্ষা সেবা দেওয়ার জন্য- সেই ক্যাপাবিলিটি তাদের আছে। কিন্তু সেই রাজনৈতিক দিক-নির্দেশনা নেই।

ভবিষ্যতে যেই দলই ক্ষমতায় আসুক প্রশাসন ক্যাডারের যে অসীম সম্ভাবনার শক্তি রয়েছে, এটাকে যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায় এমনটাই প্রত্যাশা করেন উপদেষ্টা।

অপরাধী গ্রেপ্তার ও জামিনের ক্ষেত্রে সমন্বয়ের বিষয় উঠে এসেছে সম্মেলনে জেলা প্রশাসকদের বক্তব্যে। তেমনই বক্তব্যের উদ্ধৃতি দিয়ে গিয়ে আসিফ নজরুল বলেন, ডিসিরা আমাদের বললেন, যারা অবৈধভাবে বালু উত্তোলন করে তাদের যখন ধরা হয়, তাড়াতাড়ি জামিন পেয়ে যায়। এটা ওনাদের কনসার্ন।

‘অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন, আদালতের কাজই তো উপযুক্ত ক্ষেত্রে জামিন দেওয়া। ধরনের কিছু সমন্বয়ের ব্যাপার আসছে।

সম্মেলনে পাওয়া পর্যবেক্ষণ ও প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তার বক্তব্য সম্পর্কে আইন উপদেষ্টা বলেন, আমরা এগুলো সমাধানের জন্য কী করা যায়, সেই বিষয়ে কথা বলেছি।

বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন বলে জানান আসিফ নজরুল। এই প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, ‘ওনারা (ডিসি) বলেছেন বিদেশে যারা যেতে চায়, তাদের সবার যেন ডাটাবেজ করা হয়। সেটি আমরা সত্যি ভাবছি। অচিরেই কাজ শুরু হবে।

টিটিসি নিয়ে (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, শুধু টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) না, বাংলাদেশের শুধু বিল্ডিং আছে কর্মকর্তা-কর্মচারী আছে, কিন্তু সেবা নে্ই, এটা আমার গত ছয় মাসের অভিজ্ঞতা। আমরা প্রাণান্তকর চেষ্টা করছি, ভালো কিছু করার জন্য।

শিক্ষার্থীদের পরীক্ষার পর অবসরে কারিগরি শিক্ষায় প্রশিক্ষণের জন্য তাদের সংযুক্ত করার বিষয়ে ডিসিদের অনরোধে করেছেন জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পর ছাত্ররা কয়েক মাস সময় পায়। ওই সময়টাতে ওনারা যেন তাদের টিটিসিতে নিয়ে আসেন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে।’

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ রাজউক চেয়ারম্যানের
কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে বাস ডাকাতি, অস্ত্রসহ  আটক ৫
ভারত-পাকিস্তান পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ, সংযমের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা