কাল থেকে শুরু হচ্ছে নারীদের ডিপিএল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৪
অ- অ+

বেশ কিছুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে দেশে ফেরে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশে আর মাঠে নামা হয়নি বাংলাদেশ দলের। তবে এবার আবারও ব্যস্ততা শুরু হচ্ছে নারী ক্রিকেটারদের।

রাত পোহালে মাঠে গড়াচ্ছে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এর আগে মিরপুরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন দলগুলোর অধিনায়করা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুরের হোম ক্রিকেটে হাজির হন ডিপিএলের ৮ দলের অধিনায়করা। এ সময় ফটোসেশন ও ট্রফি উন্মোচন অংশ নেন তারা।

এদিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতি বলেন, অনেক সময় মেয়ে ক্রিকেটারদের প্রতি অবিচার হয়। কারণ, আমরা সবসময় এমন ক্রিকেটের মধ্যে থাকতে পারি না। আমি আমার ক্যারিয়ারে ২০১১ সালের পর এই প্রথম লিগ ম্যাচ খেলছি মিরপুরে। আবার ঘরোয়া লিগে না খেললে মানে পরিমাণ যদি বেশি না হয় তাহলে ক্রিকেটাররা নিজেদের চ্যালেঞ্জে ফেলতে পারে না জাতীয় দলের প্রতিযোগিতায় আসতে।

তিনি বলেন, এই টুর্নামেন্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ সামনেই বিশ্বকাপ বাছাইপর্ব। আমরা চার দিনের একটা ক্যাম্প করেছিলাম সেখানে সবাইকে বলা হয়েছে যেন এই আসরটা বাছাইপর্বে চোখ রেখেই আমরা তৈরি হই।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগামীকাল সকাল ৯টায় উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ও নতুন দল মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে। মিরপুর বয়েজের নেতৃত্বে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি। আর মোহামেডানের অধিনায়ক অভিজ্ঞ সালমা খাতুন।

(ঢাকাটাইমস/১৮ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা