তত্ত্বাবধায়ক সরকার যেন মঈন-ফখরুদ্দিনের মতো না হয়: জয়নুল আবেদীন

তত্ত্বাবধায়ক সরকার যেন মঈন-ফখরুদ্দিনের মতো না হয় বলে মন্তব্য করেছেন সাবেক বিরোধী দলের হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার এখনো হারুনকে গ্রেপ্তার করতে পারেনি। আমাদের উপর যারা অত্যাচার নির্যাতন চালিয়েছিল তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কারণ তত্ত্বাবধায়ক সরকারের আশপাশে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘুরাঘুরি করছে। এই আওয়ামী লীগের প্রেতাত্মারাই শেখ হাসিনাকে তিনবার ক্ষমতায় বসিয়েছে। আর আজ আমাদের লড়াই শুধু তাদের বিরুদ্ধেই। তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই আপনারা মইন-ফখরুদ্দিনের মতো হবেন না দয়া করে।’
মঙ্গলবার বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি ও দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘সাত মাস অতিবাহিত হলেও আপনারা কি একজন আওয়ামী লীগকেও ধরতে পারেননি। ডেভিল হান্ট অভিযান এত দেরিতে কেন শুরু করেছেন।’জয়নুল আবেদিন ফারুক বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের মরেছে আর তাদের কবর দেওয়া হয়েছে দিল্লিতে। আওয়ামী লীগের বড় বড় নেতারা বলেছিল বিএনপির অস্তিত্ব থাকবে না তাদেরকে এখন বিএনপির গণজোয়ার দেখে যাওয়ার অনুরোধ করছি আমি। শেখ হাসিনা তো এখন মোদির আঁচলের তলে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন রাজপথে রয়েছে। হাসিনা দিল্লিতে থাকলেও লাভ নাই তাকে একদিন না একদিন জেল খাটতেই হবে।’
তিনি আরো বলেন, ‘সামনে রোজা আসছে। কয়েকজন আলুর সিন্ডিকেট ধরেছিল। কেউ ধরেছে চিনির সিন্ডিকেট। যারা সিন্ডিকেট করেছিল গত ১৬ বছর ধরে তারা এখনো রয়ে গিয়েছে। তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তবে কিছু লেজুড় ভিত্তিক দল আমাদের পিছু লেগেছে। তাদেরকে সাবধান থাকতে বলে দিবেন।’
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
এসময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।
(ঢাকা টাইমস/১৮ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন