২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিতরা চাকরি ফেরত পাবেন কি না জানা যাবে কাল

২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত হওয়া এক হাজার ১৩৭ জন চাকরি ফেরত পাবেন কি না সে বিষয়ে রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার।
বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ এ বিষয়ে শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন।
২০১০ সালের ১১ জুলাই ২৭তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। গত বছরের ৭ নভেম্বর নিয়োগবঞ্চিত এক হাজার ১৩৭ জনের পক্ষে করা আপিল শুনবেন বলে জানান সর্বোচ্চ আদালত। ২০২৪ সালে রায় পুনর্বিবেচনা চেয়ে এক হাজার ১৩৭ জনের পক্ষে ১৪০ জন পৃথক আবেদন করেন।
জানা যায়, ২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় তিন হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ওই বছরের ৩০ মে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেন। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ওই বছরের ১ জুলাই প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। একই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩ হাজার ২২৯ জন উত্তীর্ণ হন। পরে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়।
(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এফএ)

মন্তব্য করুন