ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৫| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪
অ- অ+

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে পক্ষ ও বিপক্ষ দুই দলের যুক্তি প্রদর্শনের মাধ্যমে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভাটি করা হয়।

এতে অংশগ্রহণ করে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় এবং ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় ২৩৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় এবং ২২২ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়। এতে ২৫-এর মধ্যে সর্বোচ্চ ২২ নম্বর পেয়ে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আছাদুল্লাহ হিল গালিব।

অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’। সেখানে জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির দুর্নীতিবিরোধী বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ইউএনও মোস্তাফিজুর।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ধামইরহাট সরকারি মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোসফেকা খানম, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিহা ইয়াসমিন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে: সলিমুল্লাহ খান
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা