ভেকু বহনকারী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

চিরিরবন্দর( দিনাজপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২০| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৯
অ- অ+

দিনাজপুরের চিরিরবন্দরে ভেকু বহনকারী ট্রাক্টরের সামনের চাকা ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ভেকুর ড্রাইভার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক্টর ড্রাইভার। মঙ্গলবার রাতে চিরিরবন্দর-রানীরবন্দর সড়কের হাইসোর মিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম জুয়েল রানা (২৪)। তিনি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার নরসিংদা এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাজেদুল (১৮) নামে ট্রাক্টর ড্রাইভার। তিনি চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী হাজীপাড়া এলাকার সাদেকুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভেকু বহনকারী ট্রাক্টরটিতে সাইতাড়া ইউনিয়নের হাটখোলা থেকে ভেকু তুলে চিরিরবন্দর নেওয়ার পথে ঘুঘুরাতলী-রানীরবন্দর সড়কের হাইসোর মিল এলাকায় পৌঁছালে ট্রাক্টরের সামনের ডান পাশের চাকা ভেঙে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলে ভেকুর ড্রাইভার মারা যান এবং চিরিরবন্দর থানা পুলিশ, চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা প্রায় সাড়ে ৪ ঘণ্টা অভিযান চালিয়ে ট্রাক্টর ড্রাইভারকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা