ইয়াবা সেবনকালে হাবিপ্রবির উপপরিচালকসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৫| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৭
অ- অ+

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপপরিচালক ইমতিয়াজ জুবায়ের সজীবকে (৩৬) ইয়াবা সেবনরত অবস্থায় আটক করেছে পুলিশ। বুধবার রাত ১১টার দিকে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি মোটর মেকানিক গ্যারেজ থেকে কোতোয়ালি থানার পুলিশ তাকে আটক করে। এ সময় আটক করা হয় তার আরও তিন সঙ্গীকে।

আটককৃত অন্যরা হলেন— দিনাজপুর শহরের বড় বন্দর এলাকার জাকির হোসেন (৩৬), বালুবাড়ী এলাকার আব্দুল্লাহ আল-ফারুক (৩৭) ও চারুবাবুর মোড় এলাকার আমিনুল রসুল শুভ (৪০)।

আটককৃত ইমতিয়াজ জুবায়ের সজীব দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) হিসাব শাখায় কর্মরত। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বুধবার রাত ১১টার দিকে ইয়াবা সেবন অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। তারা গ্যারেজের ভেতরে একটি গোপন কক্ষে নিয়মিত মাদক সেবন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে ওই চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকা টাইমস/২০ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩’-এর বিজয়ীদের নাম ঘোষণা 
আমরা বারবার সাপ-লুডুর কাটায় পড়ে নিচে নামি: নজরুল ইসলাম খান
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা