উত্তরায় চীনা নাগরিক খুন

রাজধানীর উত্তরা এলাকা থেকে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ওয়াং বু (৩৭)। তিনি উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে একটি বাসায় সহকর্মীদের সঙ্গে বসবাস করতেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় খবর পেয়ে ওই বাসায় গিয়ে লাশ উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, নিহত চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে ওই বাসায় এক মাস আগে ভাড়ায় উঠেন। তিনি বাংলাদেশে নয় বছর ধরে পার্টনারে পাথরের ব্যবসা করতেন।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওয়াং বুকে খুন করে তার সহকর্মীরা পালিয়ে গেছে।
ওসি জানান, সিআইডি ক্রাইম সিনের সদস্যদরা কাজ করছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সিআইডির ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক শেখ রাসেল কবির বলেন নিহতের শরীরে ১১ টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ভিকটিমের ২টি পাসপোর্ট পাওয়া গেছে। একটি মেয়াদ উত্তীর্ণ আরেকটি ভ্যালিড। ভিকটিমের বাবা মারা কিছু দিন আগে। তাই সে সম্প্রতি তার দেশে গিয়েছিল। ১৮ ফেব্রুয়ারিতে ঢাকায় আসে। ১৪/১৫ ঘন্টা আগে তিনি খুন হয়।
(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এলএম/এমআর)

মন্তব্য করুন