সড়ক পার হওয়ার সময় বাইকচাপায় যুবকের মৃত্যু 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৬
অ- অ+

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক পারাপারের সময় বাইকচাপায় মারা গেছেন জলিল মিয়া নামের এক পথচারী যুবক। তিনি ভৈরব উপজেলার মিরারচর গ্রামের উমরাবাড়ির ধুয়া গাজী মিয়ার ছেলে জলিল মিয়া।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে ভৈরব-কিশোরগঞ্জের আঞ্চলিক সড়কের ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বিদেশে যাওয়া প্রস্তুতি নিচ্ছিলেন জলিল মিয়া। এ জন্য টাকার ব্যবস্থা করতে নিজের একটি গরু বিক্রি করতে নিয়ে যান কুলিয়ারচর নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় সাপ্তাহিক গরুর হাটে। এ সময় গরুর পাইকারের সাথে কথা বলতে সড়ক পার হয়ে অপর পাশে যাওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে চালকসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি আটক করি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা