চোর-ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, সিএনজি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৯
অ- অ+

ঢাকার মেরাদিয়া, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পৃথক তিন অভিযানে চোর-ছিনতাইকারী চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। এসময় চুরি যাওয়া নগদ অর্থ ও একটি সিএনজিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্না ভুইয়া (২২), মাসুম ভুইয়া (৩৪), আলাল (৩০), মিঠু সাহা (২০) ও বাছির মিয়া (৩৮)।

শনিবার সকালে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল সকালে মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় রিকশাচালক তানজিরার হোসেনের (৩৭) রিকশা থামিয়ে চাপাতি দিয়ে আঘাত করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই রিকশাচালক মামলা দায়ের করেন। এ মামলায় ঘটনার দিনই আসামি মুন্না ভুইয়া (২২) ও মাসুম ভুইয়াকে (৩৪) গ্রেপ্তার করা হয়।

এছাড়া গত ১৬ ফেব্রুয়ারি বিকালে খিলগাঁও থানাধীন মরহুম সালিম উদ্দিনের অ্যাপার্টমেন্টের গ্যারেজ থেকে মোহাম্মদ মাসুদ চৌধুরীর (৫৯) মালিকানাধীন একটি সিএনজি ভাড়া নেন মো. সজল নামের এক ব্যক্তি। কিন্তু পরের দিন সজল রাব্বি মিয়াকে বদলি হিসেবে সিএনজিটি চালাতে দেন। পরবর্তীতে সজল, রাব্বি ও অজ্ঞাতনামা আরও কয়েকজন মিলে সুকৌশলে সিএনজি গাড়িটি চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ মাসুদ চৌধুরীর দায়ের করা মামলার প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়ীয়া জেলাধর বাঞ্ছারামপুর থানা পুলিশের সহায়তায় বাঞ্ছারামপুর থানাধীন বুধাইরকান্দি এলাকা থেকে আলাল (৩০), মিঠু সাহাকে (২০) গ্রেপ্তার করা হয় এবং কুমিল্লার বাঙ্গরা বাজার থানা পুলিশের সহায়তায় বাছির মিয়াকে(৩৮) গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে সিএনজিটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হবে: মাহফুজ আলম
যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে ৯টি আইফোনসহ ১২টি চোরাই মোবাইল উদ্ধার
শহীদ দুই পরিবারের সাথে বিএনপি নেতা সাজু
সুলতানগঞ্জ নদীবন্দর নিয়ে কোনো টানাপড়েন হবে না: নৌপরিবহন উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা