জামালপুরে পিকনিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৪| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৬
অ- অ+

জামালপুরে পিকনিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. রাশেদুল ইসলাম (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে জেলার সরিষাবাড়ী উপজেলার ছাতারিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাশেদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, স্কুল থেকে পিকনিকে গাজীপুরের সাফারী পার্কে যাওয়ার উদ্দেশে সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি ছেড়ে দেয়া হয়। এ সময় শিক্ষার্থী রাশেদুল ইসলাম বাসের জানালা দিয়ে তার মাথা বের করে থাকে। বাসটি ছাতারিয়া মোড় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিলে ওই শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হয়। পরে গুরুতর আহত অবস্থায় রাশেদুল ইসলামকে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করে বলেন, ‘এটা আমাদের জন্য এক বিধ্বংসী ক্ষতি হলো। আজ তাদের আনন্দ করার অথচ দুর্ঘটনায় কত বড় ক্ষতি হলো। আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় বিদ্যালযলে শোকের ছায়া নেমে এসেছে।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কর্তৃপক্ষ বাসটিকে আটক করেছে। খবর পেয়ে ওই শিক্ষার্থীর বাড়িতে এসেছি। এ বিষয়ে পরিবার যদি অভিযোগ করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/২২ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৭০ জন আটক
যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ভারত-পাকিস্তান উত্তেজনা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ রুদ্ধদ্বার আলোচনা
শান্ত আছে, মিরাজ নেই: যা বললেন লিপু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা