বগুড়ায় বোরকা পরে প্রবাসীর বাড়িতে ঢুকে ডাকাতি!

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০
অ- অ+

বগুড়া শহরে হেলাল উদ্দিন নামে এক প্রবাসীর বাড়িতে বোরকা পরে ঢুকে ডাকাতি করেছে ডাকাতদল। সোমবার সন্ধ্যায় শহরের লতিফপুরে তাজ ভিলা নামের ভবনের তিন তলায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেলাল উদ্দিন ইটালিতে থাকেন। সোমবার তার স্ত্রী ও স্বজনরা মামলার কাজে ঢাকায় ছিলেন। বাসায় শুধু হেলালের মেয়ে তামান্না ছিলেন।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোরকা পরা তিন-চারজন ওই ভাড়া বাড়ির তিনতলায় দরজা খুলে ভেতরে ঢোকে। তারা তামান্নাকে ধারালো ছুরির মুখে জিম্মি করার চেষ্টা করলে সে দৌড়ে একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে আত্মরক্ষা করে। এরপর দুর্বত্তরা ওই দরজায় চাকু দিয়ে আঘাত করে তাকে ভয় দেখায়। এ সময় তামান্না কক্ষের বাথরুমে গিয়ে মোবাইল ফোনে তার মাকে ডাকাতির বিষয়টি জানায়।

হেলাল উদ্দিনের স্ত্রী তাসমিনা আক্তারের অভিযোগ, তার একটি সন্তান চুরির ঘটনায় ১২ বছর ধরে মামলা চলছে। সেই মামলার ডিএনএ টেস্টের রিপোর্টসহ গুরুত্বপূর্ণ নথি নিতেই ডাকাতি করা হয়েছে। একই সাথে বাসায় থাকা স্বর্ণালংকার, কয়েক লাখ টাকা লুট করেছে ডাকাতরা।

ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ছুটে যান। তারা হেলাল উদ্দিনের পরিবারের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন।

বনানী পুলিশ ফাঁড়ির এসআই আমিনুর ইসলাম জানান, ‘ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাটি সম্পর্কে পুলিশ খোঁজখবর করছে।’

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা