চ্যাম্পিয়ন্স ট্রফি: পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৯| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৭
অ- অ+

আশঙ্কাই সত্যি হলো। কোনো বল মাঠে গড়ানো ছাড়াই বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি।

‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের। কিন্তু রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টির কারণে ম্যাচটির টস পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্টই।

আগের দিনই ওয়েদার ফোরকাস্টে জানা গিয়েছিল, রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার সারাদিন থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের এই এলাকায় আগের দিন রাতেও বৃষ্টি হয়েছিল। একই ভেন্যুতে এর আগে পরিত্যক্ত হয়েছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচটিও।

এদিকে এ ম্যাচ মাঠে না গড়ালেও খুব একটা সমস্যায় পড়তে হচ্ছে না পাকিস্তান ও বাংলাদেশকে। বরং দুদলই একটি করে পয়েন্ট নিয়ে আসর শেষ করতে পারছে। টানা দুই হারে আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হওয়ায় আজকের ম্যাচটি দুদলের জন্য ছিল আনুষ্ঠানিকতা মাত্র। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেট ও নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হারের পর ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে পাকিস্তান।

(ঢাকাটাইমস/২৭ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার
সড়ক দুর্ঘটনায় সখীপুরের জামায়াত নেতার মৃত্যু
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
মানসিক স্বাস্থ্য ভালো রাখার ১০ উপায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা