যে নিয়মে খতমে তারাবিহ পড়ার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৩
অ- অ+

পবিত্র রমজান মাসে সারা দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবিহ পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়।

তাতে বলা হয়, পবিত্র রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতমে তারাবিহ নামাজে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে করে বিভিন্ন স্থানে যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে পবিত্র কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না।

এতে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি মানসিক চাপ অনুভূত হয়। পবিত্র কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন।

পরিস্থিতি নিরসনে ইসলামিক ফাউন্ডেশন দুই ধাপের একটি নিয়ম বাতলে দিয়েছে। পবিত্র রমজান মাসের প্রথম দিনে দেড় পারা করে পারা এবং বাকি ২১ দিনে পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র শবে কদরে পবিত্র কুরআন খতম করা সম্ভব হবে।

এই নিয়মে দেশের সব মসজিদে খতমে তারাবিহ নামাজ পড়ে পবিত্র শবে কদরে কুরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানিত খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার কাছে বিনীত অনুরোধ জানানো হয়।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্ত্র-গুলির তথ্য দিলেই মিলবে নগদ টাকা! জানুন কোনটিতে কত
সালমান খানের পারিশ্রমিক একলাফে কমলো ১০০ কোটি রুপি
বদলে গেল হাজী সেলিম ডিগ্রি কলেজের নাম
বিয়ের ১২ বছর পর একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা