নতুন দলের আত্মপ্রকাশ বিকালে, অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৮| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭
অ- অ+
নতুন দলের নেতৃত্বে আসছেন (বাঁ থেকে) নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আখতার হোসেন

জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দল আত্মপ্রকাশ করছে আজ।

শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েতের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ আত্মপ্রকাশ করবে।

দলটির নেতৃত্বে থাকছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সদস্যদের। গতকাল সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকারপ্রধানের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন এনসিপির নেতারা।

তবে বিতর্ক এড়াতে উপদেষ্টাদের কেউ অনুষ্ঠানে থাকবেন না বলে জানা গেছে। দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও যাচ্ছেন না।

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতসহ ছাত্র-জনতার অভ্যুত্থানের শরিক হওয়া ৩৬ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

এছাড়া ঢাকায় নিযুক্ত ৫১ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ১৪ দলের শরিক এবং জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস
পাবনায় ৭৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ ১ জন গ্রেপ্তার
নির্মম ঘাতক বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার কৌশল, বজ্রপাত নিরোধক প্রাণহানি কমাবে!
ঢাকা থেকে ওড়ার পরই তার্কিশ এয়ারলাইন্সের উড়োজাহাজে আগুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা