দীর্ঘ ২০ বছর পর রাজবাড়ীতে হচ্ছে জামায়াতের কর্মী সম্মেলন

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৬
অ- অ+
বৃহস্পতিবার বিকালে তোলা ছবি

দীর্ঘ ২০ বছর পর আজ (শুক্রবার) রাজবাড়ীতে অনুষ্ঠিত হচ্ছে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। জেলার শহীদ খুশি রেলওয়ে মাঠে সকাল ১০টা এই সম্মেলন শুরু হয়েছে।

দীর্ঘদিন পর এই সম্মেলনকে ঘিরে রাজবাড়ীতে স্বতঃস্ফূর্ততা দেখা দিয়েছে। নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিনের শাসন ও শোষণের পর জেলা জামায়াতে ইসলামসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়েছে রেলের মাঠ।

আশা করা হচ্ছে, আজ এ সম্মেলন থেকে রাজবাড়ী-১ আসনে (রাজবাড়ী সদর-গোয়ালন্দ) আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হবে। সম্মেলন থেকে রাজবাড়ী-২ আসনের প্রার্থী ঘোষণা হতে পারে এমন প্রত্যাশাও করছেন দলীয় নেতাকর্মীরা।

সম্মেলনকে ঘিরে জেলাজুড়ে পোস্টার, লিফলেট, মাইকিং, প্রচার-মিছিল, মিটিং, ব্যানার, ফেস্টুন, তোরণ দিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন নেতাকর্মীরা। সম্মেলন সফল করতে জেলা থেকে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ মানুষের কাছে গিয়েছেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব বলেন, ‘দীর্ঘদিন পর জামায়াতের কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আমাদের নজরদারি রয়েছে।’

জেলা জামায়াত সূত্রে জানা গেছে, ২০ বছর পর উন্মুক্ত স্থানে এরকম কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে সেখানে। সম্মেলন শেষ হবে দুপুর ১টায়। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার।

এর আগে ২০০৫ সালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী বক্তব্য দিয়েছিলেন।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা