জাতীয় নাগরিক পার্টির শীর্ষ দশ পদে থাকছেন যারা

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আসছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েতের মধ্যদিয়ে নতুন দলের আত্মপ্রকাশ ঘোষণা করা হবে। শুক্রবার বেলা ৩টায় শুরু হবে এই আয়োজনের আনুষ্ঠানিকতা। এতেই দলের নেতৃত্বসহ নানা বিষয়ে জানানো হবে।
আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন এ দলের শীর্ষ ১০টি পদ ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। শীর্ষ ১০ পদে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে থাকছেন দুজন করে।
দলটির শীর্ষ দশ পদের মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল), মুখ্য সংগঠক সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এফএ)

মন্তব্য করুন