প্রোটিয়া বোলিং তোপে ১৭৯ রানেই অলআউট ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৫, ১৮:০৬
অ- অ+

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একেবারের ছন্দে নেই ইংল্যান্ড। নিজেদের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের কাছে হেরে আসর থেকে বিদায় নেই ইংলিশরা। এরপরেই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েই নিজেদের তৃতীয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিলেন জস বাটলার। ম্যাচটায় তিনি এবং তার দল কায়মনোবাক্যে জয় প্রত্যাশা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু জয়ের স্বপ্ন তো দূর, লড়াইয়ের পুঁজিটাও দাঁড় করাতে পারল না তারা। মার্কো ইয়ানসেনদের তোপে দুশোর আগেই গুটিয়ে গেল ইনিংস।

শনিবার (১ মার্চ) করাচি জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগে সব কটি উইকেট হারিয়ে ১৮০ রান করেছে ইংল্যান্ড। মিরাকল না হলে হার দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি ও নেতৃত্ব ছাড়তে হবে বাটলার বাহিনীকে।

নিয়মরক্ষার ম্যাচে ইংলিশদের হয়ে ওপেনিংয়ে নামেন ফিল সল্ট ও বেন ডাকেট। তবে ইনিংসের প্রথম ওভারেই ভেঙে যায় এই জুটি। ৬ বলে ৮ রান করে মার্কো ইয়ানসেনের বলে রসি ফন ডার ডুসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ফিল সল্ট। তার বিদায়ে ৯ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।

ফিল সল্টের বিদায়ের পর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান জেমি স্মিথ। ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই মার্কো ইয়ানসেনের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ের পর জুটি গড়েন জো রুট ও বেন ডাকেট। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইংলিশরা। তবে বেশিদূর এগোনোর আগেই এই জুটিকে থামান মার্কো ইয়ানসেন। তার তৃতীয় শিকার সাজঘরে ফিরে যান বেন ডাকেট।

থীতু হয়েও নিজের ইনিংসকে বেশিদূর নিয়ে যেত ব্যর্থ হন তিনি। ২১ বলে ২৪ রান করেই সাজঘরে ফিরে যেতে হয় তাকে। তার বিদায়ে ৩৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড।

এরপরেই জুটি গড়ে দলকে টেনে তুলতে থাকেন হ্যারি ব্রুক ও জো রুট। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করে ইংলিশরা। তবে দলীয় ৯৯ রানে হ্যারি ব্রুকের বিদায়ে ৬২ রানেই ভেঙে যায় এই জুটি।

হ্যারি ব্রুকের বিদায়ের পর একে একে সাজঘরে ফিরে যান জো রুট, লিয়াম লিভিংস্টোন ও জেমি ওভারটন। জো রুট ৪৪ বলে ৩৭, লিয়াম লিভিংস্টোন ১৫ বলে ৯ ও জেমি ওভারটন ২০ বলে ১১ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। তাদের দ্রুত বিদায়ে ১২৯ রানেই ৭ উইকেট হারিয়ে বসে ইংলিশরা।

এরপরেই জুটি গড়েন জফরা আর্চার ও জস বাটলার। এই জুটির কল্যাণে ২৯ ওভার ৪ বলে দলীয় ১৫০ রান পূর্ণ করে ইংলিশরা। দেড়শো রান পূর্ণ করে রান বাড়ানোতে মনোযোগ দেন তারা। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান উইয়ান মুল্ডার।

উইয়ান মুল্ডারের বলে মার্কো ইয়ানসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ৩১ বলে ২৫ রান করা জফরা আর্চার। তার বিদায়ে ৪২ রানের জুটি।

জফরা আর্চারের বিদায়ের পর একে একে সাজঘরে ফিরে যান জস বাটলার ও আদিল রশিদ। তাদের দ্রত বিদায়ে ৩৮ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

(ঢাকাটাইমস/০১মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা