গুম-খুনের শিকার ও চব্বিশের শহীদ পরিবারকে ঈদ উপহার দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৫, ২০:৩৭
অ- অ+

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় দলের গুম, খুন ও পঙ্গুত্ব বরণকারী নেতা-কর্মীদের পরিবারের মাঝে প্রতি বছরের মতো এবারো ঈদ উপহার বিতরণ করবে ‘আমরা বিএনপি পরিবার’। এ ছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝেও ঈদ উপহার বিতরণ করা হবে।

শনিবার ‘আমরা বিএনপি পরিবার’ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুণ্ডা বাহিনী কর্তৃক দলের গুম, খুন ও আহতের পরিবার এবং চব্বিশের গণআন্দোলন চলাকালে শহীদ ও আহত পরিবারের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার বিতরণে সহায়তা করবে ‘আমরা বিএনপি পরিবার’। ইতিমধ্যে ঈদ উপহার প্রদানের বিষয়ে তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে।

ঈদ উপহার প্রসঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমন বলেন, ‘ঈদ উপহারের তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের সকল গুম, খুন ও আহত এবং সম্প্রতি চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বাসায় গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় ও উপহার পৌঁছে দেয়া হবে।’

এ ছাড়াও ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, ‘প্রতি বছর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রমজান মাসে বিএনপি’র গুম, খুনের শিকার এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে নির্যাতনে পঙ্গুত্ব বরণকারী নেতাকর্মীদের পরিবারের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে উপহারসামগ্রী পৌঁছে দেয়া হয়।’

তিনি বলেন, ‘এক্ষেত্রে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহোযোগিতা করে থাকেন। বিগত ৯ বছর ধরে ধারাবাহিকভাবে ঈদ উপহার দেয়া হয়, এবারেও দেওয়া হবে। বরং এই সংখ্যা আরও বাড়বে।’

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নির্দেশনায় গুম ও খুনের শিকার ও পঙ্গুত্ব বরণকারীদের মাঝে রমজান মাসের শুরুতেই ঈদ উপহার বিতরণ করা হয়। প্রায় ১২০০ পরিবারের মাঝে ‘ঈদ উপহার সামগ্রী’ পৌঁছে দেওয়া হয়। এবার এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে প্রায় ১৮০০ ছাড়িয়ে যেতে পারে।

(ঢাকাটাইমস/০১মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা