সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৫, ১২:০৫| আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১২:০৬
অ- অ+

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. শারাফাত হোসেনকে সভাপতি এবং আব্দুল আজিজ নয়নকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান (শামীম), সহ-সভাপতি রবিউল ইসলাম খান্না, দীপ্ত বিশ্বাস, নাজমুল হাসান, আল মামুন রাজ, তাওহীদ হাসান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মুসানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বাবুল, ফয়সাল হোসেন রাজ, আসমতুল্লাহ আল গালি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক রাজিব, সহ-সাংগঠনিক সম্পাদক নূরে আলম সোহাগ, তানিয়া ইসলাম, রিফাত আফিফা সিমলী, দপ্তর সম্পাদক কাজী আমিনুর আদনান, উপ-দপ্তর সম্পাদক ইমরান নাজির, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর গাজী, অর্থবিষয়ক সম্পাদক সাকিব আল হাসান, আইনবিষয়ক সম্পাদক আমিনুর রহমান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক তাওহীদ রনি, ছাত্রীবিষয়ক সম্পাদক সিনথিয়া ইয়াসমিন তমা, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী সাকিব হাসান, সমাজসেবা সম্পাদক মো. রাকিবুল ইসলাম ক্রীড়া সম্পাদক এনামুল কবির, জনস্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক আনারুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু সাইদ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আহসান হাবিব, রাজনৈতিক ও শিক্ষা পাঠচক্র সম্পাদক রাজু আহমেদ, কার্যনির্বাহী সদস্য গোলাম রাসুল, মো. বিল্লাল হোসেন, আলামিন হোসেন প্রমুখ।

আগামী এক বছর সংগঠনের আদর্শ ধারণ করে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবগঠিত এ কমিটির সদস্যরা।

(ঢাকাটাইমস/০৪মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৬ মে থেকে 'দ্বৈত নাগরিকত্ব সনদের' আবেদন শতভাগ অনলাইনে 
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, হাতে জখম, গাড়ির কাচ ভাঙচুর
এনআরবিসি ব্যাংকের ২০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন: সভাপতি দাউদ, সম্পাদক বাবু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা