শাহজালালে ছেলেসহ গ্রেপ্তার চাঁদপুরের যুবলীগ নেতা, কী অভিযোগ তাদের বিরুদ্ধে

চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার সকালে তারা গ্রেপ্তার হন বলে পরিবারের লোকজন জানায়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তার মোহাম্মদ আলী ও তার ছেলে রাকিবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ের ঘটনায় মামলা রয়েছে। গতবছর ৫ আগস্টের পর তারা বিভিন্ন স্থানে গোপনে অবস্থান করছিলেন। তারা উভয়ে এর আগে পুরান বাজারের একটি হত্যা মামলার আসামি ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, “বিমানবন্দর থানা থেকে দুইজন গ্রেপ্তারের বিষয়ে আমাদেরকে জানিয়েছে। চাঁদপুর থেকে বিমানবন্দর থানায় পুলিশ পাঠানো হয়েছে। তাদেরকে আনা হলে বিস্তারিত বলা যাবে।”
(ঢাকাটাইমস/০৫মার্চ/এফএ)

মন্তব্য করুন