জয় বাংলা স্লোগান দেয়া সুনামগঞ্জের সেই বিএনপি নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২৫, ১০:৫৪| আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১২:১৪
অ- অ+

বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দেওয়ার পর ভিডিও ভাইরাল হওয়া সুনামগঞ্জের দিরাইয়ের সেই বিএনপি নেতা হাসমত আলীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত হাসমত আলী জেলার দিরাই পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির ফেসবুক পেজ ও কলিম উদ্দিন আহমদ মিলনের ফেসবুক পেজে বহিষ্কারাদেশ সংক্রান্ত একটি পত্র পোস্ট করা হয়।

বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য আব্দুল হকের যৌথ স্বাক্ষরিত পত্রে সাময়িক বহিষ্কার করে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পত্র প্রেরণ করেছেন বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি বিকালে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভা হয়। এসময় বক্তব্য দেন হাসমত আলী। আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন তিনি। এরপর এই ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠে।

(ঢাকাটাইমস/০৫মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষিত হবে: মাহফুজ আলম
যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে ৯টি আইফোনসহ ১২টি চোরাই মোবাইল উদ্ধার
শহীদ দুই পরিবারের সাথে বিএনপি নেতা সাজু
সুলতানগঞ্জ নদীবন্দর নিয়ে কোনো টানাপড়েন হবে না: নৌপরিবহন উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা