নীলফামারীর সাবেক সংসদ সদস্য আফতাব রংপুরে গ্রেপ্তার

রংপুর থেকে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মজিদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন ।
আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে তিনটি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর নিউ সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। এসময় আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা আফতাবকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আরএমপি কমিশনার মজিদ আলী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে, যা তদন্তাধীন। তিনটি মামলার মধ্যে একটি রংপুরে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
(ঢাকাটাইমস/০৬মার্চ/এফএ)

মন্তব্য করুন