বরিশালে চলন্ত বাসে আগুন

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৫, ১২:৩০| আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৩:৫২
অ- অ+

ঢাকা-বরিশাল সড়ক পথে চলাচলকারী ভলবো গ্রিন লাইন পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার উজিরপুর উপজেলার বামরাইলে এই ঘটনা ঘটে। তবে অগ্নিসংযোগে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ঢাকা থেকে বরিশালে যাওয়ার সময় উজিরপুর উপজেলার বামরাইলে যান্ত্রিক ত্রুটির কারণে গ্রিন লাইন বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গ্রিন লাইন পরিবহনের বরিশাল ডিপো ম্যানেজার আনিসুর রহমান বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল আসার সময় উজিরপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে সব যাত্রী ও বাসের স্টাফরা নিরাপদে রয়েছেন।

বামরাইল গ্রামের বাসিন্দা মনির খলিফা বলেন, বৃহস্পতিবার সকালে রাস্তায় হাঁটার সময় দেখতে পাই গ্রিন লাইন পরিবহনে আগুন জ্বলছে। তখন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রনি বলেন, চলন্ত বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

(ঢাকা টাইমস/০৬মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা