আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা রোধে সরকারকে ভূমিকা নিতে হবে: মিয়া মশিউজ্জামান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৫, ১৯:৩৫| আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৯:৩৯
অ- অ+

অবিলম্বে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা রোধে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে বলে দাবি করেছেন আমজনতার দলের সভাপতি কর্নেল (অব. ) মিয়া মোহাম্মদ মশিউজ্জামান।

তিনি বলেন, ছাত্র-জনতার নাম করে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের ব্যক্তিগত সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান বা বাসা বাড়িতে তল্লাশির নামে লুটপাট সহ নানা ধরনের অরাজকতার দৃশ্য আমাদের চোখে পড়ছে, যা অত্যন্ত দুঃখজনক। আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে ছাত্র-জনতার নামে আইন নিজের হাতে তুলে নেওয়ায় সারা বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এতে পতিত ফ্যাসিবাদী শক্তি ও তার দোসররা লাভবান হচ্ছে।

বৃহস্পতিবার আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে চলমান গণইফতার কার্যক্রমের ৫ম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন।

এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণইফতারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট কবি, লেখক, গবেষক ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ মাসুম বিল্লাহ। আরও বক্তব্য রাখেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিবলী নোমান।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া মশিউজ্জামান আরও বলেন, গণঅভ্যুত্থানে সংশ্লিষ্ট সকল দল মতের নেতৃবৃন্দকেও মনে রাখতে হবে, ছাত্র জনতার নামে দেশে যত ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হবে তার দায় দিনশেষে আন্দোলনকারী শক্তিগুলোর ওপরই বর্তাবে। দেশে পরিকল্পিত বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে সরকারকে বিব্রত করার নানা ষড়যন্ত্র করা হচ্ছে। অবিলম্বে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা বন্ধ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে মাসুম বিল্লাহ বলেন, এবি পার্টির গণইফতার অনেক চমৎকার ও ব্যতিক্রমী একটি আয়োজন। উপস্থিত সকলকে তিনি সৎভাবে জীবনযাপন করার তাগিদ দিয়ে বলেন,গণইফতারে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে দেখতে পাচ্ছি। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশে থেকে এবি পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

গণইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, উত্তরের সদস্য সচিব সেলিম খান, সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ ) শাহজাহান ব্যাপারী, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমাদ, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসাইন রমিজ, কেফায়েত হোসাইন তানভীর, যুবপার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, নারী উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, সহ- অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহ-প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, পল্টন থানা আহবায়ক আব্দুল কাদের মুন্সি, যাত্রাবাড়ী থানা আহবায়ক আরিফ সুলতানসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/০৬মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালালে নারী যাত্রীর লাগেজে ১৩০ কোটি টাকার কোকেন
প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান হতে ৩০ কোটি টাকা ঘুষ লেনদেন করেন ডা. আরিফ?
রাউজানে অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার
দোহারে কোস্ট গার্ডের অভিযানে ৪১৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা