৫২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৫, ১২:০৭| আপডেট : ১১ মার্চ ২০২৫, ১২:৪৪
অ- অ+

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে তুরাগ থানাধানী ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সহযোগিতায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার তুরাগের বাউনিয়া সুলতান মার্কেট এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর বলেন, ‘দলের নির্দেশে বা কর্মসূচির অংশ হিসেবে এই ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।’

৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘দলীয় নির্দেশনায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ওয়ার্ডের ধর্মপ্রাণ রোজাদার ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।’

তিনি বলেন, এই আয়োজন কারও একক নয়, দলের সকল নেতাকর্মীর সহযোগিতায় সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। এভাবে দেশের জনগণের পাশে দাঁড়াতে বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা শুধু দলীয় নির্দেশনা পালন করি।’

অনুষ্ঠান পরিচালনা করেন ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রোকন।

এসময় উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর হোসেন জনি, ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, ২ নম্বর ইউনিট বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ২ নম্বর ইউনিট বিএনপির সভাপতি শাকিল, ২ নম্বর ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো শওকত মাতবর, তুরাগ থানা যুবদলের সাবেক সহসভাপতি, মো. আরিফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুরাগ থানা স্বেচ্ছাসেবক দল, মোহাম্মদ আকাশ আহাম্মেদ সদস্যসচিব ৫২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, ৫২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী রাকিব হাসান, ৫২ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আব্দুল হালিম দেওয়ানসহ অন্যান্য নেতাকর্মী।

(ঢাকাটাইমস/১১মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালালে নারী যাত্রীর লাগেজে ১৩০ কোটি টাকার কোকেন
প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান হতে ৩০ কোটি টাকা ঘুষ লেনদেন করেন ডা. আরিফ?
রাউজানে অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার
দোহারে কোস্ট গার্ডের অভিযানে ৪১৩ কোটি টাকার অবৈধ জাল জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা