কিছু ছাত্রনেতা মনে করে ৫ আগস্টের আগে বাংলাদেশ নামক রাষ্ট্রই ছিল না: ইশরাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৫, ২১:৩৮
অ- অ+

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, যারা নতুন দল করেছেন তাদের ভাব দেখলে মনে হয় তারা একাই আন্দোলন করেছে। ৫ আগস্টের আগে বাংলাদেশ নামে কোন রাষ্ট্রই ছিল না, দেশ স্বাধীন ছিল না! নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এ ধারনা ভুল, এগুলো বিভ্রান্তি। এসব বিভ্রান্তি ভাঙানোর আমাদের প্রয়োজন আছে।

তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ভূখণ্ড ও রাষ্ট্র পেয়েছি। জিয়াউর রহমানের প্রত্যক্ষ স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয় এবং নয় মাসের মাথায় দেশ পাক-হানাদার মুক্ত হয়।

শুক্রবার বিকালে বগুড়ার শিবগঞ্জ মোকামতলা হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, এই স্বাধীন দেশটাকে লুট করেছিলো শেখ হাসিনা। এই বিপ্লবের মাধ্যমে মাধ্যমে আমরা স্বাধীনতা ফেরত পেয়েছি। এদেশে আমরা জিয়াউর রহমানের শাসনামলে বহুদলীয় গণতন্ত্র দেখেছি। খালেদা জিয়ার শাসনামলেও গণতন্ত্র চর্চা হয়েছে। এখন যদি কেউ দাবি করে দেশ স্বাধীন ছিলো না, তাহলে তা গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, আজকে গণ পরিষদ নির্বাচন এবং সেকেন্ড রিপাবলিকের কথা বলা হচ্ছে। এগুলো কি তা সাধারণ মানুষ বুঝে না। জনগণ বুঝে এলাকার এমপি প্রার্থী কে হবে, কে নির্বাচিত হলে সুখ-দুঃখে পাশে থাকবে। নতুন দল নির্বাচিত হলে দেশের উন্নয়ন হবে।

ঢাকা সিটি করপোরেশন সাবেক এই মেয়র প্রার্থী বলেন, ৮৮ টি সংগঠনের সমন্বয়ে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিলো। কাঙ্ক্ষিত সফলতার পর ছাত্রদল, শিবির, বাম ছাত্রসংগঠনসহ সবাই যার যার ব্যানারে চলে গেছে। এখন মনে হচ্ছে এ আন্দোলন একমাত্র কয়েকজন সমন্বয়করাই সব করেছেন, আর কেউ ছিল না।

তিনি বলেন, ইতিমধ্যে তারেক রহমান নতুন দলকে স্বাগত জানিয়েছেন। আমিও তাদের সমর্থক। আমরা চাই নিজের জনপ্রিয়তা প্রমাণ করে সংসদে আসুন। আপনারা সংখ্যাগরিষ্ঠ হলে সরকার গঠন করবেন। তখন সংসদে সেকেন্ড রিপাবলিক এবং গণ পরিষদ নির্বাচনের প্রস্তাব দিবেন। পাশ হলে সেভাবেই সেটি বাস্তবায়ন হবে। তাছাড়া আইনীভাবে এর কোনো সুযোগ নেই।

মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম মো. মামুন তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরে আলম মামুন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪মার্চ/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর লক্ষ্য সরকারের: ড. খলিলুর রহমান
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
বাঞ্ছারামপুরের শারীরিক নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান  
কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা