বিএনপির বাহরাইন শাখার নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাহরাইন শাখার নবগঠিত অবৈধ কেন্দ্রীয় কমিটি বিপুল পরিমাণে অর্থ বাণিজ্যর মাধ্যমে একপেশে আওয়ামী ঘরনাদের দিয়ে পকেট কমিটিকে প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন বাহরাইন বিএনপির দলীয় নেতাকর্মীরা।
বুধবার দেশটির রাজধানী মানামায় পাঁচ তারকা বাহরাইন ইন্টারন্যাশনাল হোটেলে ভিআইপি কনফারেন্স হলরুমে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সদ্যঘোষিত অবৈধ কমিটির বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ বাণিজ্যের বিষয় লিখিত বক্তব্যে মাধ্যমে তুলে ধরেন।
যথাক্রমে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. আক্তারুজ্জামান মিয়া, সাবেক সিনিয়র সহসভাপতি মো. আব্দুল গণি মজুমদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন রিপন, সাবেক সদস্য মো. মাসুদ আলম।
মূল বক্তব্য পাঠ করেন সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন।
(ঢাকা টাইমস/২০মার্চ/এসএ)

মন্তব্য করুন