হামজাকে নিয়ে যা বললেন ভারত কোচ

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচ খেলতে বর্তমানে ভারতে রয়েছে বাংলাদেশ। এই ম্যাচের আগে অবশ্য নিজেদের বাজিয়ে দেখার সুযোগ পেয়েছে ভারত। গতকাল মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে তারা।
যেখানে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। গোল পেয়েছেন অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রী। এ ছাড়া ভারতের হয়ে অন্য দুটি গোল করেছেন রাহুল ভেকে ও লিস্টন কোলাসো। তাতে ১২ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ভারতীয়রা। বাংলাদেশ ম্যাচের আগে এই জয় তাই স্বস্তি দিচ্ছে কোচ মানালো মার্কুয়েজকে।
মালদ্বীপকে হারানোর পর ভারত কোচ বলেছেন, ‘যখন আপনি জিতবেন, সেটা আপনাকে আনন্দ দেবে। আপনি ভালো বা খারাপ খেলতে পারেন কিন্তু অনেকগুলো ম্যাচের পর জয় পাওয়া গুরুত্বপূর্ণ।’
তবে বাংলাদেশের বিপক্ষে যে ভারতকে কঠিন পরীক্ষা দিতে হবে তা বুঝতে পারছেন মার্কুয়েজ। আসন্ন এই ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা সহজ ম্যাচ হবে না। আমার ধারণা, দুই দলের জন্যই এই ম্যাচটা কঠিন হবে।’
ভারত ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারকে নিয়ে সতর্ক প্রতিপক্ষ ভারতও। হামজাকে নিয়ে ভারত কোচ বলেন, ‘হামজা একজন অসাধারণ খেলোয়াড়।'
'সে এখন প্রিমিয়ার লিগে নেই। কিন্তু সে চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে। তবে বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে। কারণ, গত তিন বা চার মৌসুম ধরে তারা একই কোচের অধীনে খেলে যাচ্ছে।’-যোগ করেন তিনি।
জওহরলাল নেহেরু স্টেডিয়ামের ম্যাচটা যে হামজার কারণেই বাড়তি মনোযোগ পাচ্ছে, সেটা মানেন ভারতের আক্রমণভাগের খেলোয়াড় লিস্টন। তার খেলা কাছ থেকে দেখতে যে তিনিও মুখিয়ে আছেন সেটা বললেন অবলীলায়। তবে ভারত লাল সবুজের নতুন তারকাকে নিয়ে একেবারে ভীত নয়। বরং লিস্টন জানালেন, তাদের আছে আলাদা পরিকল্পনা।
লিস্টন বলেন, ‘হামজাকে নিয়ে সবার আলোচনা করাটা স্বাভাবিক। আমাদের মাঝেও তাকে নিয়ে কথা হয়েছে। সে কোন মানের খেলোয়াড় আমরা জানি। কিন্তু সত্যি বলছি, আমরা ভীত নই। বরং তাকে দেখতে মুখিয়ে আছি। আমাদের হামজাকে নিয়ে অবশ্যই কিছু পরিকল্পনা থাকবে। তাকে আটকানোর প্ল্যান করেই মাঠে নামব।’
(ঢাকাটাইমস/২১ মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন