পাবনায় গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী কারবারি আটক

পাবনার চাটমোহরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ গাঁজাসহ রুবিয়া খাতুন নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর কলেজ পাড়া থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় আটক নারী মাদক কারবারির নামে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মির্জাপুর এলাকায় কৌশলে কুখ্যাত মাদক কারবারি ওই এলাকার ইদ্রিস আলী ওরফে ইদ্দি ও তার স্ত্রী রুবিয়া খাতুন স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মাদকসেবী ও কারবারিদের কাছে তারা পাইকারি ও খুচরা হিসেবে গাঁজা বিক্রি করছিলেন। বিষয়টি ভাঙ্গুড়া সেনাবাহিনীর ক্যাম্পের সদস্যরা জানতে পেরে পুলিশের সহযোগিতায় ইদ্রিসের বাড়িতে অভিযান চালায়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মাদক কারবারি ইদ্রিস ওরফে ইদ্দি। কিন্তু চেষ্টা করেও পালাতে পারেননি তার স্ত্রী রুবিয়া খাতুন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘর এবং উঠানের পলিথিনে মোড়ানো মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৬ কেজি ২শ’ গ্রাম গাঁজা, দুটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়। পরে রুবিয়া খাতুনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, আটককৃত রুবিয়া ও তার স্বামী দুজনেই মাদক কারবারি। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রেকর্ড করা হয়েছে। আটক রুবিয়া খাতুনকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
(ঢাকা টাইমস/২১মার্চ/এসএ)

মন্তব্য করুন