ভৈরবে মায়ের সঙ্গে দেখা করায় স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৫, ১৬:২৭
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে মায়ের সঙ্গে দেখা করায় পিটিয়ে আঁখি আক্তার (১৯) নামে এক গৃহবধূকে মারার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ইমরান মিয়াকে আটক করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা শহরের পঞ্চবটি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আঁখি আক্তার পৌর শহরের পঞ্চবটি এলাকার ভাড়াটিয়া মাহবুব আলমের মেয়ে। তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল থানার পুরোয়া চৌরাস্তা ভাওয়াল মুন্সি বাড়ি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুই বছর আগে ভৈরব শহরের পঞ্চবটি এলাকার ভাড়াটিয়া ইমরান মিয়ার সাথে একই এলাকার ভাড়াটিয়া মাহবুব আলমের স্কুল পড়ুয়া মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকে বাবার বাড়ির লোকজনের সাথে কোন যোগাযোগ নেই তাদের। মঙ্গলবার সকালে পঞ্চবটি এলাকায় আঁখি মামার বাসায় মায়ের সাথে দেখা করতে যান। খবর পেয়ে মামার বাসা থেকে তার স্বামী মারধর করে গলায় ওড়না পেঁচিয়ে টেনে হিঁচড়ে বাড়ি নিয়ে যান। এসময় আঁখি গুরুতর আহত হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের মা মরিয়ম বেগম বলেন, ‘আমার স্কুল পড়ুয়া মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে একই এলাকার বখাটে ইমরান নামে এক ছেলে পালিয়ে গিয়ে বিয়ে করে। তাদের বিয়ের পর থেকে আমাদেরকে নানাভাবে অত্যাচার করতো। তার ভয়ে আমরা পরিবার নিয়ে পঞ্চবটি এলাকা থেকে বাসা ছেড়ে নিজ গ্রামের বাড়ি চলে যায়। আজ সকালে ট্রেনে চড়ে ভৈরবে আমার ভাইয়ের বাসায় মেয়ের সাথে দেখা করতে যায়। কেন আমার মেয়ে দেখা করতে আসলে সে কারণে আমার সামনে আঁখিকে অনেক মারধর করে এসময় গলায় ওড়না পেঁচিয়ে তাকে মেরে ফেলে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। যেভাবে আমার মেয়েকে মারছে সেইভাবে তাকে বিচার করতে হবে।’

একই এলাকার বাসিন্দা আব্দুল মালেক বলেন, ইমরান এলাকার খুব দাপটশালী। তার ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না। সকালের দিকে আমাদের এলাকায় আঁখি বেগমের মামার বাসায় মায়ের সাথে কেন দেখা করতে গেল সেকারণে মারধর করে গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করে।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুযাদ রুহানী জানান, আঁখি আক্তার নামে এক নারীর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী ইমরানকে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

(ঢাকা টাইমস/২৫মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা