মির্জাপুরে ফসলি জমির মাটি কাটায় জরিমানা 

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৫, ১৯:২৫
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আধারে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে তিন ফসলি জমির মাটি কাটায় তিনজনের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতভর উপজেলার ফতেপুর, লতিফপুর, মহেড়া, বহুরিয়া ও ভাওড়া ইউনিয়নের একাধিক স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।

জানা গেছে, উপজেলার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া এলাকায় অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটায় দেওহাটা এলাকার ইমরান পারভেজ ও মীর দেওহাটার গ্রামের মো. মনির হোসেনকে ভেকু মেশিন ও ড্রাম ট্রাকসহ আটক করা হয়। পরে দুটি মামলায় দুজনের কাছ ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন এলাকায় মাটি কাটার অপরাধে ওই গ্রামের লেবু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানিয়েছেন।

(ঢাকা টাইমস/২৫মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিন্ধু নদীতে আমাদের পানি অথবা তোমাদের রক্ত প্রবাহিত হবে, ভারতকে বিলাওয়াল
মাইন্ডফুলনেস থেরাপি দূরে করে হাজারো রোগ
পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান উপদেষ্টা
চলতি বছরে ডিএনসিসি এলাকায় পাঁচ লাখ গাছ লাগানো হবে, জানালেন প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা