টাঙ্গাইলের সখীপুরে মুসলিম নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, হিন্দুর বাড়ি ভাঙচুর

টাঙ্গাইল সখীপুরে মুসলিম নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে এক হিন্দু পরিবারের বাড়ি ভাঙচুর করা হয়েছে।
শনিবার রাত ৯টায় উপজেলার বড়চওনা এলাকায় এই ঘটনা ঘটে। ওই হিন্দু শংকর সাহা বড়চনা ইউনিয়নের রাখাল সাহার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শংকর সাহা তার ফেসবুকে আইডিতে মুসলমানদের চোর বলে স্ট্যাটাস দেন। মুহূর্তেই এই স্ট্যাটাসটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। শনিবার রাত ৯টায় তারাবি নামাজ শেষে মুসল্লিরা একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল করেন। এক পর্যায়ে সংকর সাহার বাড়িতে ভাঙচুর করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, “শংকর সাহা বলছে, তার আইডি হ্যাক হয়েছে। এ বিষয়ে রাত ৯টাযর পর একটি অভিযোগ পেয়েছি। অপ্রীতিকর ঘটনায় রাতে গঠনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ পর্যায়ে মুসলিম জনতা ক্ষিপ্ত হয়ে ওই হিন্দুর বাড়িতে হামলা করে।”
(ঢাকাটাইমস/৩০মার্চ/এফএ)

মন্তব্য করুন