বিয়ের ২৮ দিনের মাথায় নিজ বাড়িতে প্রবাসী খুন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৫, ১৫:০২| আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৫:১৩
অ- অ+

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিয়ের ২৮ দিনের মাথায় নিজ বাড়িতে খুন হয়েছেন জামাল শেখ (৫৫) নামে এক মালয়েশিয়া প্রবাসী। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল শেখ ওই গ্রামের মৃত হাতেম শেখের ছেলে। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান।

জানা যায়, জামাল দীর্ঘ ১৫ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী ছিলেন। তিনি দেড় মাস আগে বাড়ি আসেন। গত ২৮ দিন আগে তিনি সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা সাজেদা বেগমকে (২৯) বিয়ে করেন। শুক্রবার রাতে বাড়িতে স্বামী ও স্ত্রী ছিলেন।

জামালের স্ত্রী সাজেদা বেগম বলেন, ‘শুক্রবার রাতে আমরা ঘুমিয়েছিলাম। দিবাগত রাত ২টার দিকে হঠাৎ বাইরের দরজা খোলার শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। তখন ঘরের মধ্যে দুই ব্যক্তিকে দেখতে পাই। তাদের একজনকে আমার স্বামী চিনে ফেলে। তাকে চিনে ফেলায় ওই ব্যক্তি শাবল দিয়ে স্বামীর অন্ডকোষে আঘাত করে পালিয়ে যান। এর ফলে তার স্বামী গুরুতর আহত হন।’

পরে আহত জামাল শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চুরির বিষয়সহ বিভিন্ন দিক বিবেচনায় রেখে ঘটনার তদন্ত করছে পুলিশ। দ্রুত ঘটনার রহস্য উদঘাটনসহ প্রকৃত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

(ঢাকা টাইমস/০৫এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে দিবস: বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা