টঙ্গীতে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, আটক ৩

টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে কামরুজ্জামান (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোররাতে স্থানীয় দত্তপাড়া সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের হাঁটু এবং উরুতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত কামরুজ্জামান গাজীপুরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
আটকরা হলেন— সামসু (৩২), রনি (২২) ও পলাশ (৩০)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার রাত ৩টার দিকে ওই এলাকায় হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শোনে এলাকাবাসী এগিয়ে আসেন। সেখানে গুরুতর আহত অবস্থায় কামরুজ্জামানকে উদ্ধার করে স্থানীয় লোকজন টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তিনজনকে সন্দেহজনক আটক করা হয়েছে।
(ঢাকা টাইমস/০৯এপ্রিল/এসএ)

মন্তব্য করুন