নোয়াখালীতে শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে একজন আটক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় বাসা থেকে তুলে নিয়ে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আহসানুল কবিরকে (৩৭) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
বুধবার সকালে অভিযুক্ত আহসানুল কবিরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আহসানুল কবির রংপুরের সদর উপজেলার ঘাঘটপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে আহসানুর কবির চৌমুহনীর কিসমত করিমপুর এলাকা ভাড়া বাসায় থাকতেন। ভুক্তভোগী শিশুটি তার বাবা-মায়ের সাথে কবিরের পাশের বাসায় থাকতো। মঙ্গলবার রাতে শিশুটিকে বাসায় রেখে বাইরে যায় বাবা-মা।
শিশুটির বরাত দিয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাতে শিশুটি তাদের ঘর ঝাড়ু দেওয়ার সময় প্রথমে কবির তাকে ডাকে এরপর জোরপূর্বক তুলে নিজের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এসময় শিশুটি চিৎকার করলে পাশের বাসার লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অভিযুক্তকে গণপিটুনি দেয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, রাতে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকা টাইমস/০৯এপ্রিল/এসএ)

মন্তব্য করুন