সরাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৫, ১৮:০৩
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম ফাহাদ (২৩)। তিনি ঝিনাইদহের কাঞ্চনপুর এলাকার মো. আকবর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,বুধবার সকালে পাথরবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে ঢাকা থেকে কলাবোঝাই একটি ট্রাক সিলেট যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্টাপাড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কলাবোঝাই ট্রাকচালক ফাহাদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

(ঢাকা টাইমস/০৯এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা