টাঙ্গাইলে পাওনা টাকার জেরে সহপাঠী হত্যায় কলেজছাত্র গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে কলেজছাত্র আব্দুল আলীম (২০) হত্যার ঘটনায় তার সহপাঠী নোমানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তাকে কালিহাতী সদর থেকে গ্রেপ্তার করে পুলিশ। নোমান কালিহাতীর মহিষজোরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কালিহাতীর সাতুটিয়া গ্রামের জামাল বাদশার (৪৫) বসতবাড়ির পিছনে বাথরুমের ট্যাংকির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার ও শনাক্ত করে।
পরে আব্দুল আলীমের মা আকলিমা বেগম বাদি হয়ে কালিহাতী থানায় হত্যা মামলা করেন। ওই দিন রাতেই নোমানকে গ্রেপ্তার করে পুলিশ।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, প্রযুক্তির সহায়তায় নোমানকে গ্রেপ্তার করা হয়। আরও তিন-চারজনকে আটক করা হয়েছিল। তবে তারা এ ঘটনার সাথে জড়িত নয় বলে তাদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনার সাথে আর কারা জড়িত সেটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১৬এপ্রিল/মোআ)

মন্তব্য করুন