দুর্নীতির অভিযোগে সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৫, ২১:১২
অ- অ+

জমির দলিল রেজিস্ট্রেশনে ঘুষ, হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের তিন সদস্যের একটি দল সরিষাবাড়ী উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে এই অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা গেছে, দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে সেবাপ্রত্যাশীরা ঘুষের চাপ ও হয়রানির শিকার হচ্ছেনএমন অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্তে নামে এনফোর্সমেন্ট ইউনিট।

অভিযানকালে দুদক কর্মকর্তারা অফিসে উপস্থিত সেবাপ্রার্থী, দলিল লেখক, অফিস সহকারী এবং সাব-রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং তথ্য সংগ্রহ করেন।

এছাড়া অভিযানের সময় তারা অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেন। যাচাই-বাছাই শেষে এসব তথ্য ও নথির ভিত্তিতে দুদকের পক্ষ থেকে কমিশনে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানায় দুদক টিম।

সরিষাবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মহসিন উদ্দিন আহমেদ বলেন, সারা দেশে ৩৫টি সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান চালানোর অংশ হিসেবে সরিষাবাড়ীতেও অভিযান চালানো হয়। দুদক টিম অফিসে এসে সেবাপ্রার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তারা যেসব রেকর্ডপত্র চেয়েছেন, তার কিছু সঙ্গে সঙ্গে দিয়েছি, বাকিগুলো দ্রুত সময়ের মধ্যেই পাঠানো হবে।

জামালপুর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম বলেন, সেবাপ্রত্যাশীদের কাছ থেকে ঘুষ নেওয়া ও নিয়মবহির্ভূত কার্যকলাপের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে বিভিন্ন রেকর্ড সংগ্রহ করা হয়েছে। এসব বিশ্লেষণ করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে ইলিশ ধরতে নামছেন জেলেরা চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা