দুর্নীতির অভিযোগে সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৫, ২১:১২
অ- অ+

জমির দলিল রেজিস্ট্রেশনে ঘুষ, হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের তিন সদস্যের একটি দল সরিষাবাড়ী উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে এই অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা গেছে, দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে সেবাপ্রত্যাশীরা ঘুষের চাপ ও হয়রানির শিকার হচ্ছেনএমন অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্তে নামে এনফোর্সমেন্ট ইউনিট।

অভিযানকালে দুদক কর্মকর্তারা অফিসে উপস্থিত সেবাপ্রার্থী, দলিল লেখক, অফিস সহকারী এবং সাব-রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং তথ্য সংগ্রহ করেন।

এছাড়া অভিযানের সময় তারা অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেন। যাচাই-বাছাই শেষে এসব তথ্য ও নথির ভিত্তিতে দুদকের পক্ষ থেকে কমিশনে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানায় দুদক টিম।

সরিষাবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মহসিন উদ্দিন আহমেদ বলেন, সারা দেশে ৩৫টি সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান চালানোর অংশ হিসেবে সরিষাবাড়ীতেও অভিযান চালানো হয়। দুদক টিম অফিসে এসে সেবাপ্রার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তারা যেসব রেকর্ডপত্র চেয়েছেন, তার কিছু সঙ্গে সঙ্গে দিয়েছি, বাকিগুলো দ্রুত সময়ের মধ্যেই পাঠানো হবে।

জামালপুর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম বলেন, সেবাপ্রত্যাশীদের কাছ থেকে ঘুষ নেওয়া ও নিয়মবহির্ভূত কার্যকলাপের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে বিভিন্ন রেকর্ড সংগ্রহ করা হয়েছে। এসব বিশ্লেষণ করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোটের দিন নিরাপত্তায় থাকবে আট লাখ সদস্য, বডি-ওর্ন ক্যামেরা
আনসার বাহিনীতে ১৫ জন কর্মকর্তার পদোন্নতি, মহাপরিচালকের হাতে র‍্যাংক ব্যাজ পরিধান
‘এই জন্মে দেব-শুভশ্রীকে আলাদা করা যাবে না’
শুক্রবার তারেক রহমানের সাথে বৈঠক করবে ১২দলীয় জোট 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা