সালথায় কৃষকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৫, ২৩:১৪
অ- অ+

পূর্বশত্রুতার জেরে ফরিদপুরের সালথায় আতিয়ার মাতুব্বর (৬০) নামে এক কৃষকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আতিয়ারের স্ত্রী শিরিয়া বেগম (৫০) ও ছেলে জুয়েল মাতুব্বর (২৮) আহত হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের কাজীর বল্লভদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত আতিয়ার কাজীর বল্লভদী গ্রামের মৃত গফুর মাতুব্বরের ছেলে।

কৃষক আতিয়ারের পরিবারের অভিযোগ, বুধবার সকালে আতিয়ার ও তার ছেলে পাটক্ষেতে কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষের আউয়াল মুন্সির সমর্থকরা আতিয়ার ও তার ছেলের ওপর হামলা চালায়। একপর্যায়ে আতিয়ারের পায়ের রগ কেটে দেয় হামলাকারীরা। হামলা ঠেকাতে গিয়ে আতিয়ারের স্ত্রীও আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এ ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা