আওয়ামী লীগ নেতা মুরাদ-আনিসুর ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৫, ২০:৪০
অ- অ+

পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহে আলম মুরাদ এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আজিজুল হক সুমন। শুনানি শেষে তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকা থেকে মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করে ডিবি উত্তরা বিভাগের একটি দল। তেজগাঁও এলাকার একটি বাসা থেকে ডিবির অপর একটি দল পৃথক অভিযান চালিয়ে অ্যাডভোকেট আনিসুর রহমানকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৬ এপ্রিল পল্টন মডেল থানাধীন জাতীয় স্টেডিয়ামে ১ নং গেইটে বিপরীত পাশে শহীদ আবরার হোসেন এভিনিউয়ের পূর্ব পাশে পাকা রাস্তার উপর সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠন নিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করার উদ্দেশ্যে সমবেত হয়ে পরস্পর যোগসাজশে একত্রিত হয়ে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করার জন্য সরকার বিরোধী শ্লোগান দিয়ে সমাবেশ আয়োজনের চেষ্টা করছিল। এ ঘটনায় পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নোয়াখালীতে আ. লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ১৫
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি আনকোনা শাখার নতুন কমিটি গঠন 
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা